ওয়েব ডেস্ক: মিস ইউনিভার্সের (Miss Universe Jamaica 2025) ৭৪তম আসর বসেছিল থাইল্যান্ডের পাক ক্রেটের ইমপ্যাক্ট অ্যারেনায়৷ দারুণ উত্তেজনা, উন্মাদনার মধ্যে দিয়ে আসর ঠিক করে শেষ হয়েছে। মিস ইউনিভার্স ২০২৫-এর মঞ্চে অঘটন! র্যাম্পে হুমড়ি খেয়ে পড়লেন মিস জামাইকা (Miss Universe Miss Jamaica 2025) ! ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ব্যাঙ্ককে মিস ইউনিভার্সের প্রাথমিক রাউন্ডের প্রতিযোগিতা চলাকালীন নাটকীয়ভাবে পড়ে যাওয়ার পর মিস ইউনিভার্স ২০২৫ জামাইকা গ্যাব্রিয়েল হেনরি সবার মনে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছেন। থাইল্যান্ডের পাক ক্রেটের ইমপ্যাক্ট এরিনায় ইভনিং গাউন সেগমেন্ট চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি সরাসরি সম্প্রচারিত তো হয়েছেই এবং এখন অনলাইনেও ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। ভিডিওতে দেখা গিয়েছে, মিস জামাইকা কমলা রঙের একটি গাউন পরে হেনরি আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চ দিয়ে হেঁটে চলেছিলেন, ঠিক তখনই তিনি র্যাম্পের ধার থেকে নীচে পড়ে যান। হঠাৎ করেই তিনি পড়ে যাওয়ার ফলে দর্শকরা আতঙ্কিত হয়ে তাঁদের আসন থেকে লাফিয়ে উঠে পড়েন।ইভেন্টের কর্মীরা কিছুক্ষণ পরে হেনরির কাছে পৌঁছন এবং তাঁকে নিরাপদে সেট থেকে সরিয়ে নেন।
View this post on Instagram
আরও পড়ুন: দ্বিতীয়বার মা হতে চলেছেন সোনম
অন্য খবর দেখুন







